সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ ইন্টার স্কুল ও কলেজ এসোসিয়েশন (বিসকা) এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার সোনারগাঁ কাজী ফজলুল উইমেন্স কলেজ এ সকাল ১০ ঘটিকা থেকে ১টা পর্যন্ত ৩ ঘন্টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় নারায়নগঞ্জ জেলার ২১ টি স্কুলের মোট ৬১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
এসোসিয়েশনের আওতাভুক্ত বা এর বাইরের ও যেকোনো স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ ইন্টার স্কুল ও কলেজ এসোসিয়েশন (বিসকা) এর আয়োজনে বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স দায়ীত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের
সভাপতি মোঃ এমদাদ হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।























