আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট-১ আসনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী”র” এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন লালমনিরহাট-১আসনে হাতীবান্ধা-পাটগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু হাতীবান্ধা উপজেলা নির্বাহী কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমীর রফিকুল ইসলামসহ অনেক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ৭১-এর জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে এবং ২৪-এর জুলাই যোদ্ধা আবু সাইদসহ, সর্বশেষ শহীদ ওসমান হাদির মৃত্যুকে স্বরণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে বিজয়ের মাধ্যমে হাতীবান্ধা-পাটগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজ মাদকমুক্ত করতে প্রতিশ্রুতি দেন এবং দূর্নীতিমুক্ত উপজেলা গড়তে দলমত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতিকের সাথে থাকার উদাত্ত আহ্বান জানান।
























