সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন দিন মাদকের বিস্তার, নৈরাজ্যের সৃষ্টির অভিযোগ তুলে একটি চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে উপজেলার বারদী-ধন্দি সড়কের চরকামালদী এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর, ভিটিকামালদীসহ আশেপাশের গ্রামের নারী পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী আতাউর রহমান, নাদিম মিয়া, যুবদল নেতা নাজমুল ফকির, ছাত্রদল নেতা মামুন ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাড়া-মহল্লায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এতে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংগের উৎপাত বেড়ে গেছে।
তারা আরো বলেন, তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এছাড়াও একটি চক্র দিনের পর দিন অপকর্মের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করে এলাকাকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। নৈরাজ্য সৃষ্টিকারী, মাদক কারবারি ও মাদক দেবীদের তালিকা তৈরি করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বারদী- ধন্দী সড়ক প্রদক্ষিণ করে।
























