সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁ উপজেলার ৩৪ নং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজী আবদুল খালেক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেঙ্গাকান্দী গ্রামের হাজী আবদুল খালেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ জহিরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব হাফিজা।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষা বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা বিস্তারে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি। হাজী আবদুল খালেক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে বলে বক্তারা উল্লেখ করেন।
জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁ উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৩ জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মোঃ জাবের হোসেন। পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কাউছার আহাম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশ ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামানসহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বৃত্তি পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।



















