রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূৃঁইয়া দিপু-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহামুদাবাত গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ সরকার।সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মোঃতারিকুল ইসলাম,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম জাকির, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃতরিকুল ইসলাম(মাসুম মেম্বার), রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একে বাবু এনামুল হক,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক।সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিপন, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব, হিমেলসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র আজ বন্দী অবস্থায়। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল,আর মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, নির্বাচনে বিজয় অর্জনের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এলাকার মানুষের পাশে থাকবেন। জনগণের যে কোনো সমস্যা হোক তা রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান কিংবা সামাজিক অন্যায় সবকিছুর ন্যায্য সমাধানে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন। নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও তিনি জনগণের সঙ্গে থাকবেন এই অঙ্গীকার নিয়েই ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন এবং এলাকার সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
























