আমিনুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড় তাণ্ডব বয়ে গেছে। এতে অনেক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শনিবার রাত ১০ টার দিয়ে কালবৈশাখী হানা দেয়।
স্থানীয়রা জানান, রাতে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে অনেক এলাকায় ঘরবাড়ি, গাছপালা, ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং ঝড়ে মহাসড়কে অনেক গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের অনেক ঘরবাড়ি এবং দোকানপাট ভেঙে গেছে। এছাড়া তামাকসহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।
হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, “কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।”
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

































Discussion about this post