মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহরের নয়াপাড়ায় পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী।
গৃহবধূ মোসলিমা আক্তার (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র রাজ মিস্ত্রি রুবেল মিয়া (৩৫) দেড় বছর আগে বিয়ে করে জামালপুর শহরের নয়াপাড়ার মোকছেদ আলী শেখের কন্যা মোসলিমা আক্তারকে। বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে রুবেল। মোসলিমার এর আগে আরো দুই বিয়ে হয়েছিল। আগের পক্ষের দুই সন্তান আছে।
পারিবারিক বিরোধে ভোররাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যায় স্বামী।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রেজাউল ইসলাম খান।

































Discussion about this post