ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা সরকারি পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে উপস্থিত সকলকে কেক খাওয়ানো হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব হুমায়ুন কবির বাচ্চু সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এম.পি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ডামুড্যা উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

































Discussion about this post