আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আনোয়ার হোসেন (৩৫) মারা গেছেন। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
রোববার বিকাল ৪ ঘটিকার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হাতীবান্ধা মেডিকেল মোড়ে লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, গত ১৭আগষ্ট সকালের দিকে সড়কের সরকারি গাছের একটি ডাল ভেঙে পরে আনোয়ার হোসেনের জমিতে। পরে তিনি সেই ডাল আনতে গেলে, প্রতিবেশী শহিদুল ইসলাম ও তার ভাই শাহ আলম সেখানে বাধা দেন। এ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে শহিদুল ও শাহ আলম আনোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ করেন। সেখানে ১৪ থাকার পর (৩১ আগষ্ট) রোববার সকালে তিনি মারা যান।
এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী বিকালে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা শুরু করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ মুদুননবী জানান, ঘটনার প্রথম দিনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের হত্যা মামলায় গ্রেফতারের অভিযান চালানো হবে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে এসে ন্যায় বিচারের আশ্বাস পেলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন।

































Discussion about this post