আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাসের ধাক্কা সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মো. ইসমাম নামের ওই শিক্ষার্থী উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে।
বুধবার সন্ধ্যায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা সরকারী এসএস উচ্চ বিদ্যালয় ছুটি শেষে প্রাইভেট পড়ে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বুড়িমারী থেকে ছেড়ে আশা ঢাকাগামী ফাহমিদা এক্সপ্রেস নামের একটি নৈশকোচ ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসমাম নিহত হয়। এ দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে এবং নিরাপদ সড়ক দাবিতে মহাসড়কে ছাত্রজনতা মিছিল বের করেন।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

































Discussion about this post