জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল করীম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান,সিনিয়র সহ- সভাপতি মোঃ ইয়াসিন আলী, সহ সভাপতি ফরহাদ উদ্দীন রফিকুর ইসলাম হাওলাদা ও যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেতু।
এসময় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সাংগঠনিক পরামর্শ দেন এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।























