সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ এবং সরকারী ঔষধ বিক্রির অভিযোগে এক লাখ পঞ্চাশ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে এ সংস্থাটি অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। সোনারগাঁয়ের কাঁচপুর সোনালী মার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টারে মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ইনজেকশন, মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি স্ট্রিপ এবং বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ সরকারী হাসপাতালের ঔষধ পাওয়া যায়। ফলে এ ফার্মেসীকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এসময় দন্ডের টাকা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট এসোসিয়েশনের কাঁচপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, নারায়ণঞ্জ জেলা পুলিশের উপ পরিদর্শক(এসআই) নিউটনসহ পুলিশ সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

































Discussion about this post