সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা এ সভা করেন। সোনারগাঁও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মনোনয়ন প্রত্যাশী মান্নানের পুত্রবধু সাদিয়া ইসলাম জুঁই। এসময় বক্তব্য রাখেন, মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা মোস্তাক হোসেন, রাকিব হাসান,কাউসার আহমেদ, সোহেল আহমেদ প্রধান, সেলিম হোসেন দিপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধার করা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির সম্ভাবনা নেই।
অনুষ্ঠান শেষে নারীদের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট দেয়ার আহবান করেন।

































Discussion about this post