মেহেদী হাসান, জামালপুর
জামালপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার সভাপতি শাহীনুর ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুবেল মিয়া।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল জামালপুর জেলা শাখার সহ-সভাপতি ইয়াসীন আলী, মো. জহুরুল ইসলাম, নূর মোহাম্মদ সেলিম, নূর ইসলাম মিঠুন, আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন,কোষাধ্যক্ষ আব্দুল জলিল সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদের মহিইউস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার নূরানী শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম রাসেল।
আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের লাখো নেতাকর্মীর প্রত্যাশা। তার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল নেতাকর্মীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
মেহেদী হাসান, জামালপু

































Discussion about this post