মাসুদ হাসান:
ঢাকা-১৮ সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা সভা শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় উত্তরা দক্ষিণখান নগরিয়াবাড়ি এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীক প্রচারণায় অংশ নেন।
দক্ষিণখান থানার বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে ও দক্ষিণখান থানার বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলুর আয়োজনে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক আক্তার হোসেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিন,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও ৪৮ নং ডিএনসিসি সাবেক কাউন্সিল আলী আকবর, দক্ষিণখান থানার সাবেক আদর্শ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী খলীল মোল্লা, ঢাকা মহানগর উওর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এসএ খোকন প্রমুখ। এছাড়াও সভায় দক্ষিণখান থানার সকল ইউনিয়নের ও ৪৮ নং ডিএনসিসির বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, ঢাকা-১৮ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে ও গণসংযোগ জোরদার করা হবে।
























