মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া সড়কের এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে তাদের কাছে থেকে একটি সিলভার রংয়ের পুরাতন হাইয়েচ মাইক্রোবাস, ওকিটকি, খেলনার পিস্তল, হ্যান্ডকাপ, খয়েরী বাদামী রংয়ের ডিবি পুলিশের কটি, ইলেকট্রিক শক মেশিন, ব্লু রংয়ের চায়না লেজার লাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে পদ্মা সেতু (উত্তর) থানায় মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
জানা যায়, মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া সড়কের এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিলভার রঙের হাইচ মাইক্রোবাসকে সন্দেহজনক হলে গাড়িট থামানোর উদ্দেশ্যে সিগন্যাল দেয় ডিবি পুলিশ। গাড়িটি সিগন্যাল উপেক্ষা করে চলে যাওয়া সময় গাড়িটি থামাতে সক্ষম হয় তাৎক্ষনিক ভিতরে থাকা ড্রাইভারের বাম পাশে সিটে বসা ব্যক্তির ডান হাতে থাকা ওকিটকি দেখিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে চ্যালেঞ্জ করলে ভিতরে থাকা লোকজন আতঙ্ক সৃষ্টি করে গাড়ির দুই পাশের গ্লাস ভেঙ্গে বের হইয়া পালানোর চেষ্টা করে। এসময় পিরোজপুর জেলার কাউখালি থানার শিরশা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ বশির হাওলাদার (৫৩), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার কদমপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে, মোঃ কাজল ইসলাম জিকু (৩০), কুমিল্লার চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ হীরা বেপারী (৪৮), ময়মনসিংহের নান্দাইল থানার দশধার গ্রামের আবদুল জলিলের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), নওগাঁ জেলার মান্দ্রা থানার চকশৈল্ল্যা গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ রুবেল রানা (৩০) ও শেরপুর জেলা সদরের চক কুরমী গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে মোঃ ফয়সাল রাব্বি(২১) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সিলভার রংয়ের পুরাতন হাইয়েচ মাইক্রোবাস, ওকিটকি, খেলনার পিস্তল, হ্যান্ডকাপ, খয়েরী বাদামী রংয়ের ডিবি পুলিশের কটি, ইলেকট্রিক শক মেশিন, ব্লু রংয়ের চায়না লেজার লাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে পদ্মা সেতু (উত্তর) থানায় মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলা দায়ের করেন।























