সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটশন মডেল স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র রাকিবুল ইসলাম দেশ সেরা ৮ প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এ সাফল্যে তার বাবা, মা, শিক্ষক ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাকিবুল ইসলাম সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউটশন মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৩ সালে এসএসসি ও ২০২৫ সালে এইচএসসি সাফল্যের সাথে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করে।
এইচএসসি পাস করার পর দেশ সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৫২৫ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭৮৮তম,বুটেক্স এ ১৫৭ তম, কুয়েট এ ১০৭২ তম, রুয়েট এ ১৫৬১ তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৩৭৫ তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬৮ তম, ও মেডিক্যাল এ ৬২.৫ নাম্বার পেয়ে ভর্তির সুযোগ পায়।
রাকিবুল ইসলাম উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী পশ্চিম পাড়া গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে।
রাকিবুল ইসলাম ইসলামের বড় ভাই সাকিবুল ইসলাম সবুজ জানান, তার ভাইয়ের সাফল্য তারা আনন্দিত ও উচ্ছ্বাসিত। সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশনের শিক্ষকদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশন থেকে শিক্ষকরা আগামীতেও এমন মেধাবী শিক্ষার্থী বের করে নিয়ে আসবেন এমন প্রত্যাশা সব সময়। পাশাপাশি এমন মেধা শিক্ষার্থীরা যাতে সাফল্যের পথে এগিয়ে যায় এমন প্রত্যাশা করেন।
সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন জানান, প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তারা শিক্ষার পরিবেশ পেলে আগামী দিনেও রাকিবের মতো শিক্ষার্থীরা দেশের সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে সোনারগাঁ জি.আর. ইনস্টিটিউশনের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিবেন।



















