সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজকে এমপিও ভুক্ত করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্যকে লিয়াকত হোসেন খোকাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
(২৩ জানুয়ারি) বৃহস্পিবার বিকালে স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, তদন্ত ওসি শরীফ আহমেদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মোল্লা, যুগ্ম-সাধারন সম্পাদক ডাঃ আতিক উল্লাহ, মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক ইউপি সদস্য আলী আকবর, ইউপি সদস্য সেলিম মিয়া, আলমগীর কবির, সেলিম রেজা ও উম্মে সালমা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবুু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, কবির হোসেন, আলামিন, আবু হানিফা, হাজী আলম চাঁন ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মনিরুজ্জামানসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে লিয়াকত হোসেন খোকা বলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে পরিমান উন্নয়ন করেছেন বিগত দিনে এ উন্নয়ন অন্য কোন চেয়ারম্যান উন্নয়ন করতে পারিনি আর এ উন্নয়নের জন্য আগামী নিবাচনে সে পুনরায় পিরোজপুরের চেয়ারম্যান হবেন। এসময় এমপি খোকা মাসুমকে ছোট ভাই উল্লেখ করে বলেন আমি মাসুমের এ উন্নয়নের সাথে ছিলাম আগামীতেও সাথে থাকবে। আপনারা শুধু আপনার চেয়ারম্যানকে বলবেন আমি তার মাধ্যমে সকল উন্নয়ন আপনাদের এলাকায় করে দিব। এ জন্য মাসুমকে আপনারা সহযোগিতা করবেন। কারন এখানে যত উন্নয়ন হবে সে উন্নয়নের ভাগিদারও আপনারা হবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান করেন আরেফিন রুমিসহ অন্যান্য শিল্পীরা।





















