ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র মাহে রমজানের রোজার শেষে আসছে ঈদুল ফিতর। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)ম্লান করে দিয়েছে ঈদের আনন্দ। তার ওপর আবার প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছে প্রায় ৩২ লাখ উপকুলবাসী। তারপরেও ঈদের আনন্দ মৃদুস্বরে হলেও উদযাপন করবে দেশের মানুষ, সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ। শত দুঃখ বেদনার মাঝেও ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে যায়নি, যাবে না।
ঈদ থাকবে, আনন্দ থাকব, সতর্কতা থাকবে। তাই দেশবাসী তথা বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার জনাব শাহ্-আলম।
জনাব শাহ্-আলম বলেন- নিরাপদ দূরত্ব বজায় রেখে এবারের ঈদ সবাই যার যার অবস্থানে থেকে গরীব দূঃখী ও কর্মহীন মানুষকে সহায়তা করে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন করুন। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে আরও সচেতন হতে হবে। তাই এবারের ঈদ পালন করা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে আহবান জানাবো আপনারা সরকারী নির্দেশ মেনে ঘরেই থাকুন।
তিনি আরো বলেন- আমি আমার সর্বোচ্চ চেষ্টা ও শ্রম দিয়ে আপনাদের সাথে আছি। কেনাকাটা, ঘুরাঘুরি, বেড়ানো, এসব বাদ দিয়ে সকলেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক থাকি এবং আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে এবছরের ঈদুল ফিতর উদযাপন করতে সকলকে অনুরোধ জানাচ্ছি’। করোনাকে ভয় নয়, আসুন সতর্ক হই।
নিরাপদ দূরত্ব বজায় রেখে এবারের ঈদ সবাই যার যার অবস্থানে থেকে গরীব দূঃখী ও কর্মহীন মানুষকে সহায়তা করে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন করুন। প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকল সামর্থ্যবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ আম্পানের তাণ্ডবে গৃহহীন স্বজনহীন সম্পদ হারানো মানুষজনকেও তিনি ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে কবে মুক্তি পাব তা আমাদের কারোরই জানা নেই। তাই তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অযথা বাইরে ঘোরাফেরা না করা কিংবা ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গৃহে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। পবিত্র মাহে রমজানের এই নাজাতের দিনে সকলে মিলে আমাদেরকে করুনা ভাইরাসের আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।























