মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে মাসিক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সন্ধায় শহরের হোটেল সেতুলী ইন্টারন্যাশনালে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান এর সঞ্চালনায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি এডভোকেট আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক কাজী খোকন,জেলা জাতীয় পার্টির নেতা এডভোকেট বাবর আলী প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য ও সরিষাবাড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার,জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ মাহমুদুল্লাহ,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজুর রহমান টুনু,জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আকরাম হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে। আর সেটিই হচ্ছে এরশাদ ও জাতীয় পার্টির সরকার। এদেশের মানুষ দুই দলকে চায় না। ভোটের মাধ্যমে পরিবর্তন হতে হবে। মানুষ অনেক সচেতন, তাই জাতীয়পার্টির আমলে যত উন্নয়ন হয়েছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে। আগামী সকল নির্বাচনে জামালপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
























