সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।এ নিয়ে মোট শনাক্ত ৯৯১জন। সুস্থ হয়েছেন ৮৩১ জন। মৃত্যু বরণ করেছেন ৩০ জন চিকিৎসাধীন আছেন ১৩০ জন।শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ সব তথ্য নিশ্চিত করেছেন। নমুনা পরিক্ষার তুলনায় আক্রান্তর সংখ্যা ৩৮ শতাংশ।
তিনি জানান, ৯ এপ্রিল শুক্রবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৫২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তকারীরা হলেন,
১জন প্রাপ্তবয়স্কা পুরুষ – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ– নয়াপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনাঘাট, পিরোজপুর।
৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ছোট সাদিপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – যাদুঘর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নয়াপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মল্লিকপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হোসেনপুর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –পৌরভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –দামোদরদি, বৈদ্যেরবাজার।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –পানাম, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –বরগাঁও, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা –সেংগেলরাম, কাঁচপুর।























