মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা ছাত্রলীগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শেখ হাসিনা মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন।
কর্মসূচি শেষে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরীব, দুঃখি, মেহনতি মানুষ তথা সমগ্র বাংলাদেশকে বটবৃক্ষের মতো ছায়াতলে রেখেছেন। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা দেশরত্নের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।
এসময় জেলা,শহর ও শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগেরর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কলেজ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগ।

































Discussion about this post