রূপগঞ্জ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়নের মাছিপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, দেশের শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার আদায়ের লড়াইয়ে আজীবন আপসহীন সংগ্রাম করে চলেছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও অত্র এলাকার জনসাধারণ মানুষ। অনুষ্ঠানের উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করেন। তবারক বিতরণ শেষে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দলের ক্লাব উদ্বোধন করেন।

































Discussion about this post