আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট (হাতীবান্ধা শাখা)-এর শুভ উদ্বোধন হয়েছে।
রোববার বিকেলে হাতীবান্ধা মেডিকেল মোড়, মৌলতন প্লাজা, (ঢাকা ক্যাফে ও যমুনা ব্যাংকের বিপরীতে)-এ
টেকনিক্যাল ইনস্টিটিউট(হাতীবান্ধা শাখা)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরস্ক প্রবাসী আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও সমাজকর্মী, লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রাম এর সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শিহাব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুর নবী। পরিচালক, শিহাব গ্রুপ অব কোম্পানিস।
এ সময় শিহাব আহমেদ বলেন, হাতীবান্ধায় ৪০০ বেকার যুবক, যুবতী বিনামূল্যে এই টেকনিক্যাল ইনস্টিটিউটতে আউটসোর্সিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে এবং বেকারত্ব দূর হবে।
এছাড়াও তিনি হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলাবাসীর শিশুদের ভবিষ্যতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে উদ্যোগ নিয়েছেন। উপজেলার ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভার এবং ১৮৯ টি ওয়ার্ডের ৪-৬ বছরের শিশুদের নিয়ে ১৮৯টি “শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি” যাত্রা শুরু করেছেন।
দুই উপজেলার প্রতিটি সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটি মানবিক কল্যাণকর ও বেকারত্ব মুক্ত দেশ গড়েতে চান। ইতিমধ্যে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার তরুরী ছাত্রী ও যুবতী বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হাতে নিয়েছেন।১৮৯টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে ১ জন করে মোট ১৮৯ জন শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া শেষ করেছেন।
শিহাব আহমেদ বলেন, নতুন এক শিক্ষাযাত্রা, যেখানে দক্ষতাই হবে আমাদের শক্তি এবং
“হাতীবান্ধা–পাটগ্রাম উপজেলাবাসী আমার শক্তি।” “জনগণেই আমার শক্তি।” “যুব সমাজ আমার শক্তি।

































Discussion about this post