সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূর মোহসীনের আদালতে এ মামলা ও রিমান্ডের শুনানি হয়।
এর আগে পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে অন্তত ৫ দিনের মঞ্জুর হবে। কিন্তু এখানে পুলিশ সেটি করেনি। আইনজীবীরা এতে ক্ষুব্দ হয়েছেন এবং ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যে কোন সময় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

































Discussion about this post