সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহবায়ক ভাষা সৈনিক প্রয়াত ড.নুরুল হক ভুইঁয়ার স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার নোয়াগাও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ড.এ এস এম নুরুল হক ভুইঁয়া স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো.নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা এ এস এম ওয়ালিউর রহমান আপেল।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো.জাকারিয়া, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.ডাঃ মামুন ভুইয়া,জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.আমজাদ হোসেন লতিফ,কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা,মো.জয়নাল হোসেন, সোনারগাঁ থানা ছাত্র দলের যুগ্ম আহবায়ক বায়োজিদ ভূইয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ড. এ এস এম নুরুল হক ভুইঁয়া স্মৃতি সংসদের পরিচালক হাজী মো.ওয়াহিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা করা হয়।
প্রধান অতিথি ওয়ালিউর রহমান আপেল বলেন, ৫২ ভাষা আন্দোলনে যাদের ভূমিকা অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম ড. নূরুল হক ভূইয়া। আমরা তার যথার্থ সম্মান দিতে পারিনি। বিগত সরকার তাকে অব মূল্যায়ন করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে তার অবদানের স্বীকৃতি দেবে।

































Discussion about this post