নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশনের (যাদুঘর) মঞ্চে রবিবার সন্ধ্যায় অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খেলাঘর আসরের সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ও চিত্তরঞ্জন মূলক পর্ব। স্থানীয়, বহিরাগত ও স্কুল শিক্ষার্থীদের দলীয় ও একক সংগীত পরিবেশন। পাশাপাশি নতুন কুড়ির নেয় বেড়ে ওঠা মিষ্টি শিশু কিশোরদের মার্জিত পোশাক পরিধান ও একই ঢং এর সাজ সজ্জায় অলংকৃত হয়ে ক্লাসিক ও আংশিক কমার্শিয়াল মিশ্রনের নৃত্যে মুখরিত ছিল যাদুঘর মঞ্চ সহ আশেপাশের পরিবেশ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও রাকিবুর রহমান খান, আওয়ামী লীগ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, খেলাঘর আসরের নারায়নগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী, খেলাঘরের কেন্দ্রীয় সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির, খেলাঘরের নারায়নগঞ্জ জেলা সধারন সম্পাদক ফারুক মহাসীন, খেলাঘরের সোনারগাওঁ থানার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, খেলাঘরের সোনারগাঁও থানার সাধারণ সম্পাদক রাজা রহমান রাজন, খেলাঘরের সদস্য খসরুল হাসান ও নারায়ণগঞ্জ জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর সহ খেলাঘর আসরের নানা অংগ সংগঠক।
Discussion about this post