নিলয় ,স্পোর্টস ডেস্ক:
ইউরোপ সেরার লড়াইয়ে সবাইকে চমকে দিয়ে প্রায় এক যুগ পর ফাইনালে উঠলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বর্তমান সময়ের অন্যতম তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দল পিএসজিকে হারিয়ে ফাইনালের মঞ্চে হলুদ শিবিররা। এখন তাই অপেক্ষার পালা কে হবে বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ নাকি রিয়াল মাদ্রিদ।
আজ রাত ১ টায় চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে স্যান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নকে আতিথিয়েতা দিবে রিয়াল। প্রথম লেগে কোন দল জয় না পাওয়ায় আজ সমীকরণটা খুবই সহজ। জয় পেলেই বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ। যদিও প্রথম সেমিফাইনালে বায়ার্নের মাঠে হার হজম করতে হয়নি কার্লো আনচেলত্তির দলকে। তাই নিজেদের মাঠে আজ ভিনিসিয়াস ও টনি ক্রুসরা এগিয়ে থাকলেও সমীহ করতে হবে জার্মান জায়ান্টদের। কারণ চ্যাম্পিয়নস লিগের অতীত ইতিহাস বায়ার্নকে সমীহ করতে বাধ্য। কাপ জয়ের অর্জনে দুই দলের রয়েছে উল্লেখযোগ্য সব রেকর্ড তবে মজার বিষয় ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে কখনোই মুখোমুখি হয়নি এ দুই দল।
বায়ার্ন- রিয়ালের লড়াই মানেই ফুটবল ভক্তদের মাঝে টান টান উত্তেজনা। বড় ম্যাচের আগে এমনিতেই দর্শকদের চাপ থাকে কোচ এবং খেলোয়াড়দের উপর। তাই লড়াইয়ে নামার আগে সান্তিয়াগো বার্নাব্যুটা ভালো করে দেখে নিচ্ছেন থমাস টুখেল-হ্যারি কেইনরা। বুন্দেস লিগায় আধিপত্য বজায় রাখলেও এবার লেভারকুজেনের কাছে সে স্বপ্নও ভঙ্গ হয়ছে বায়ার্নদের। দর্শকদের তাই চ্যাম্পিয়ন লিগ উপহার দিতে মরিয়া হয়ে উঠবেন হ্যারি কেইনরা। তবে মাদ্রিদ পরিক্ষায় পেতে হবে পূর্ণমার্কস। আর প্রতিপক্ষ মাদ্রিদ বলেই বেশি চিন্তিত বায়ার্ন। অন্যদিকে লা লিগা শিরোপা জিতে দর্শকদের খানিকটা আনন্দে দিয়েছেন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ জয় করে দর্শকদের আনন্দ জোয়ায়ে ভাসাতে চাইবেন স্প্যানিশ জায়ান্টরাও। মাঠের পারফর্মেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মাদ্রিদ এটা মেনে নিচ্ছেন বায়ার্নের কোচ থমাস টুখেলও।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেন, এখানে রিয়ালের বিপক্ষে জেতা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তারা এখানে অ্যাডভান্টেজ নিয়ে নামবে, সেটাই হয়ত আমাদের থেকে তাদের এগিয়ে রাখবে।
মাদ্রিদ তারকা ভিনিসিয়াস, রদ্রিগো, টনি ক্রুসদের সাম্প্রতিক ফর্ম কিছুটা নির্ভার রেখেছে কার্লো আনচেলত্তিকে। তিনিও যে ইউরোপ সেরা কোচদের কাতারে তা তার ট্রাক্টিসেই বুঝা যায়। তাই আজ বায়ার্নের বিপক্ষে কারিশমাটিক কৌশল সাজিয়েই ঘরের মাঠে দলকে জয় উপহার দিতে চাইবেন তিনিও। গণমাধ্যমকে আনচেলত্তি বলেন, আমি অবশ্যই দলের ওপর আস্থা রাখছি, কারণ এটা রিয়াল মাদ্রিদ আর আমার পরীক্ষিত স্কোয়াড। এই মৌসুমে তারা নিজেদের প্রমাণও করেছে।
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস রয়েছেন ফর্মের তুঙ্গে তাইতো এ তারকাকে ঘিরে আলাদা পরিকল্পনা করতে হবে বায়ার্নকে। প্রথম লেগে দলের হয়ে দুইটি গোলই করেছেন এ তারকা। ভিনিকে নিয়ে পরিকল্পনার কথা ভাবছেন বায়ার্নের রক্ষণভাগের খেলোয়াড় কিমিখও। তিনি জানান, “বায়ার্ন-রিয়াল ম্যাচের পার্থক্য তাই গড়ে দিতে পারেন ভিনি। আর একারণেই ভিনিকে আটকানোর দায়িত্ব বর্তেছে তার কাঁধেই”। তবে দলের প্রয়োজনে মিডফিল্ড ও রক্ষণ দুই জায়গাতেই খেলতে হতে পারে কিমিখকে। যদি এ বায়ার্ন তারকা রাইটব্যাকে খেলেন তবে তার জন্য বড় হুমকি হবে ভিনিসিয়াস। অপরদিকে প্রথম লেগে পিছিয়ে থেকেও দলকে ড্র উপহার দিতে পথ দেখিয়েছে লেরয় সানে, হ্যারিকেইনরা তাদের দিকেও নজর দিতে হবে মাদ্রিদ ডিফেন্ডারদের। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ জয়ের নায়ক হয়ে উঠতে পারেন মুলারও। আজ আর ড্রয়ের সুযোগ নেই, শেষ হাসি হাসতে হলে জয় পেতে হবে একটি দলকে। যার অপেক্ষায় বরুশিয়া ডর্টমুন্ড।
ইউরোপীয় ক্লাসিক ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের সাথে মোট ২৮ বার লড়াইয়ে নেমেছে জার্মান জায়ান্টরা। মাদ্রিদের বারো জয়ের বিপরীতে এগারো জয় রয়েছে বায়ার্নদের, বাকি ৫ টি ম্যাচ ড্র করেছে উভয় দল।
Discussion about this post