নিলয় স্পোর্টস ডেস্ক:
২০২৩ সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখকর ছিলো না। ক্রিকেটার থেকে সমর্থকরা সবাই চাইবেন বছরটি ভুলে যেতে। কারণ এ বছরেই অবিস্মরণীয় বাজে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজেও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি টাইগার ক্রিকেটাররা। তবে সব ভুলে সামনে এগিয়ে যেতে হবে ক্রিকেটারদের এটাই প্রকৃতির নিয়ম। আসছে বছর টাইগারদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত সূচি। ২০২৪ সাল সারা বছর জুড়েই থাকবে লিটন-শান্তদের ব্যস্ততা। জানুয়ারিতে দেশের একমাত্র ফ্র্যাইঞ্জাইজি টুর্নামেন্ট বিপিএল দিয়ে ২০২৪ সালে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এরপর শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। জুনে লাল-সবুজ প্রতিনিধিদের অংশ নিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
দেখে নেওয়া যাক টাইগারদের ২০২৪ সালের সূচি
বিপিএল শেষে ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথিয়েতা দিবে বাংলাদেশ। যেখানে সমান তিন ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি দুই টেস্টে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে লালসবুজ প্রতিনিধিরা। লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে বিশ্রাম পাবে না বাংলাদেশ। কারণ এপ্রিলে দুই টেস্ট ও ৫ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। টানা দুই সিরিজ শেষে ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিবে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জুলাই -আগস্টে আফগানদের বিপক্ষে দুই টেস্ট ও সমান তিন ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফর করবে টাইগাররা। যেখানে পাকদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মুশফিক-মমিনুলরা। সেপ্টেম্বর -অক্টোবরে ভারত সফর করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাদের মাটিতে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। অক্টোবর-নভেম্বর আবারো ঘরের মাঠে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সাথে দুই টেস্টের হোম সিরিজ খেলবে স্বাগতিকরা। এরপর নভেম্বর -ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে ক্যারিবিয়ান দেশটিতে উড়াল দিবে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে সফরকারী বাংলাদেশ।
দেশের ক্রিকেট ইতিহাসে এক বর্ষ পঞ্জিকায় সর্বোচ্চ দশ টেস্ট খেলেছে টাইগাররা। তবে ২০২৪ সালে রেকর্ডময় ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৪ টেস্টের পাশাপাশি ৯ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে বাংলাদেশকে।
Discussion about this post