বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলাধীন ৩০জন কৃষকদের নিয়ে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশালের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম। প্রশিক্ষনে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগে উপ-পরিচালক মোঃ ফজলুল হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ প্রশিক্ষণ পরিচালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রিফাত সিকাদার। এ জাতীয় ফসলের মধ্যে রয়েছে লেবুসহ মালটা ও কমলা লেবু চাষ।

































Discussion about this post