মোঃ মাইন উদ্দিন রাজু:
একজন শিশু পাঁচ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে এসে তার শিক্ষা শুরু করে। তারপর থেকেই তার মাধ্যমে জীবনের গতিবেগ বৃদ্ধি পেতে থাকে। এই শিশু বড় হয়ে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ, এবং রাজনীতিবিদ হয়ে থাকে। তাই দেশের প্রতিটি শিশুকেই সুশিক্ষিত করে গড়ে তোলা এই দেশেরই দায়িত্ব।কিন্তু দিন যত যাচ্ছে শিশুশ্রম তত বেড়েই চলেছে। বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ শিশু বিভিন্ন শ্রম পেশার সাথে যুক্ত। দেশের নদী ভাঙ্গন অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট সহ দেশের যেসব শহর গুলোতে বস্তি অঞ্চল আছে সব অঞ্চলের শিশুরাই কোন না কোন কাজে লেগে যায়। আর এই শিশুরা কাজে লেগে পড়ার মূল কারণ হলো পরিবারের অভাব অনটন। পরিবারের অভাব অনটন থাকার কারণে ক্ষুদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে শিশু বিভিন্ন কাজে লিপ্ত হয়ে পড়েছে। বিভিন্ন গ্যাস-পেট্রোলপাম্প, কারখানা এমনকি কিছু সংখ্যক আবার সড়কে চলে যাচ্ছে অটো রিকশা নিয়ে, এতবড় ঝুঁকির কাজ কিভাবে তারা বহন করছে তা চিন্তা করা যায় না।এই শিশু আবার অভাবের তাড়নায় নষ্ট হয়ে পড়ে, চলে যায় সন্ত্রাসী করতে।যারা এখন বিভিন্ন শহরে কিশোর গ্যাং নামে পরিচিত। শিশু শ্রমে নিযুক্ত শ্রমিকদেরকে মালিকরা শারীরিক ভাবেও অনেক নির্যাতন করে থাকে। প্রতি বছরই ১৫-২০ জন শিশুশ্রমিকের মৃত্যু হয়ে থাকে এই দেশে।
সবকিছুর পেছনে মূল কারণ হলো পরিবারের অভাব। সরকার বারবার শিশুশ্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেও শতভাগ সফল হতে এখনো পারেনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকল শিশুকে বাধ্যতামূলক স্কুলে অাসার অাইন চালু করেছেন। সকল শিশুর উপবৃত্তি ব্যবস্থা করেছেন। তারপরও শিশুশ্রম বন্ধ করা সম্ভব হয়ে উঠে নি।তার কারণ হলো পরিবারের ভুল সিদ্ধান্ত এবং পরিচালনার অভাব, তাই যেসব শিশুরা স্কুল ছেড়ে দিয়েছে তাদের কে বাস্তব দিকটা ভালো করে বুঝিয়ে প্রত্যেকটা স্কুলে হোস্টেলের ব্যবস্থা করে, তাদের হোস্টেলে এনে পড়াশোনার দিকে অগ্রসর করা খুবই জরুরি। তাই যেসব প্রতিষ্ঠান শিশুদেরকে শিশু শ্রমে অগ্রসর করতে অতিউৎসাহী হয়ে থাকে তাদের সরকারি শিশু শ্রম অাইনের অাওতায় এনে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে শিশুদের জিবন বাঁচাতে হবে। শিশু শ্রম নিয়ে সরকার ২০১৮ সালের একটি অাইনও পাস করেছে অাইনটি হলো, শিশুশ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেউ যদি শিশু শ্রমিক নিয়োগ করে, তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হবে।
সর্বোপরি শিশুশ্রম নিরসন করা সবচেয়ে জরুরি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শিশুশ্রম অার নয়, এই স্লোগানে দেশকে শীর্ষে নেওয়া অাপনার অামার সবার দায়িত্ব ।
লেখকঃ-
শিক্ষার্থী -মাস্টার্স (হিসাববিজ্ঞান)
চাঁদপুর সরকারি কলেজ

































Discussion about this post