মোঃ সাইদুর রহমান,বরগুনা প্রতিনিধি:
বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ২৫ ফেব্রুয়ারি আমতলীর কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে জনসাধারণের চলাচলের সরকারী রাস্তা কেটে ইটভাটায় মাটি বিক্রির একটি সংবাদ প্রকাশিত হয়।
এঘটনার সত্যতা পাওয়ায় শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোহেল আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, উপজেলার রায়বালা গ্রামের মো. জলিল মৃধা ও সোহেল আকন ইটভাটায় মাটি বিক্রির ব্যবসা করেন। রায়বালা গ্রামের কাঁচা রাস্তাটি ২০১৭ সালে জনসাধারনের চলাচলের জন্য সরকারী টাকায় নির্মিত হয়। গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে প্রভাবশালী জলিল মৃধা ও সোহেল আকন বৃহস্পতিবার সকাল থেকে দিনভর ভেকু দিয়ে সরকারী ওই রাস্তাটি কেটে মাটি বিক্রি করে দেন পাশের কয়েকটি ইট ভাটায়। গ্রামবাসীদের চলাচলের রাস্তাটি কেটে ফেলায় মানুষের চলাচলে এখন ভোগান্তি দেখা দিয়েছে। এছাড়া তারা ইট ভাটায় মাটি নেওয়ার জন্য সহজ ভাবে চলাচলের জন্য প্রবাহমান খাকদান খালে বাঁধ নির্মান করেন। ওই খালে বাঁধ দেওয়ায় পানি চলাচল বন্ধ হওয়ায় কৃষকরা পড়েছে মহাবিপাকে। একদিকে সরকারী রাস্তা কেটে মাটি বিক্রি অন্যদিকে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় রায়বালা ও খাকদান গ্রামের মানুষের ভোগান্তি বেড়েছে চরমে। এ সংক্রান্ত একটি সংবাদ : বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ২৫ ফেব্রয়ারী আমতলীর কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে জনসাধারণের চলাচলের সরকারী রাস্তা কেটে ইটভাটায় মাটি বিক্রির একটি সংবাদ প্রকাশিত হয়
এ ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সরকারী রাস্তা কেটে মাটি বিক্রি ও সরকারী খালে অবৈধ বাঁধ নির্মান করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতের মাধ্যমে তিনি অভিযুক্ত সোহেল আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া বালু মহাল ও মাটি ব্যবস্থা ২০১০ সালের আইনের আওতায় অভিযুক্ত সোহেল আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, জনগনের জন্য সরকারী টাকায় নির্মিত রাস্তা কেটে ইট ভাটায় মাটি বিক্রি করায় এবং সরকারী খালে অবৈধ বাঁধ নির্মান করার খবর পেয়ে শনিবার বিকেলে সহকারী কমিশনারকে পাঠিয়ে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।

































Discussion about this post