সোহেল কবিরঃ
দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্ট এওয়ার্ড-২০২১ এবং দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ সিইও এওয়ার্ড লাভ করায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে নারায়নগঞ্জ এরিয়া, রূপগঞ্জসহ ঢাকা বিভাগের এরিয়ার একঝাক কর্মী কর্মকর্তাবৃন্ধ। গতকাল ২৫শে ডিসেম্বর কারওয়ান বাজার প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রতিষ্ঠানের জোনাল ইনচার্জ মোঃ মনিরুজ্জামান।
সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রতিষ্ঠানের এ জেড আই মোঃ মাহমুদুল হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেনন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজিম উদ্দিন, বিশেষ অতিথী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খসরু চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, খোরশেদ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে কাজিম উদ্দিন কোম্পানীর এফ এ থেকে মূখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার পিছনের অবদান তুলে ধরেন বক্তারা। যখন বীমা শিল্পে ধস নেমেছে তখন কাজিমউদ্দিন কোম্পনীকে সঠিক জায়গায় রাখার জন্য দিন রাত পরিশ্রম করে গেছেন। করোনা কালীন সময়ে যখন আমাদের কোম্পানীর সাবেক সিইও জামাল এম এ নাসের মারা যায়, তখন হাল ধরার কেউ ছিলনা। ঠিক তখনী আমাদের কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, কাজিম উদ্দিনের হাতে ন্যাশনালের সিইও দায়িত্ব ভার তুলে দেন। এমনওসময় গিয়েছে ১৯৯৫ সালে তিনি মটর সাইকেলে করে চট্রগ্রাম থেকে ঢাকায় এসে কাজ করেছেন, কর্মীদের খোজ খবর রেখেছেন। তিনি কখনো ক্লান্ত বোধ করেনী। কাজই কাজিম উদ্দিনকে আজকের এই জায়গার দাঁড় করিয়েছে। আজ বাংলাদেশের ৩৫টি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মধ্যে ন্যাশনাল লাইফ সেরা কোম্পানীর মর্যাদা পেয়েছে, এবং সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্ট এওয়ার্ড-২০২১ এবং দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ সিইও এওয়ার্ড লাভ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বাহার উদ্দিন মজুমদার, ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট, প্রধান কার্যালয়, ওয়ালিউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট, নারায়নগঞ্জ এরিয়া, মনির আহমেদ, ভাইস-প্রেসিডেন্ট, মতিঝিল, দবির উদ্দিন, ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট, টঙ্গী, মাজহারুল ইসলাম ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট, গাজীপুর, ওমর ফারুক চিফ জোনাল ম্যানেজার, নরসিংদী, নুর আলম, চিফ জোনাল ম্যানেজার,টঙ্গী, মোহাম্মদ শাহজাহান, চিফ জোনাল ম্যানেজার, সোনারগাঁও , নয়ন কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, নবাবগঞ্জ, মুশফিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ময়মনসিংহ, আব্দুল্লাহ খান চিফ জোনাল ম্যানেজার, কিশোরগঞ্জ, আজিজুল হক চিফ জোনাল ম্যানেজার, জামালপুর, কামাল হোসেন, জোনাল ম্যানেজার সিংগাইর, মনোয়ারুল ইসলাম, জোনাল ম্যানেজার ফুলপুর, আব্দুল হাকিম জোনাল ম্যানেজার মানিকগঞ্জ, হানিফ শিকদার জোনাল ম্যানেজার নারায়ণগঞ্জ, হুমায়ুন কবির জোনাল ম্যানেজার ফার্মগেট, রাসেল আহমেদ জোনাল ইনচার্জ, রায়পুরা, আফরোজা আক্তার অ্যাসিস্ট্যান্ট জোনাল ইনচার্জ, জামালপুর, তোফায়েল আহমেদ জোনাল ইনচার্জ, ফুলপুর, সৈয়দ ফেরদৌস মিয়া, অ্যাসিস্ট্যান্ট জোনাল ইনচার্জ নেত্রকোনা, ও লুৎফর রহমান অ্যাসিস্ট্যান্ট জোনাল ইনচার্জ, ধামরাইজোন সহ সকল এরিয়া ও জোনের সকল কর্মকর্তাবৃন্ধ।
Discussion about this post